ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমএইএ’র সাবেক সহ-সভাপতি সিরাজুল হকের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
বিজিএমএইএ’র সাবেক সহ-সভাপতি সিরাজুল হকের ইন্তেকাল

ঢাকা: বিজিএমএই’র সাবেক সহ-সভাপতি স্টার্লিং গ্রুপের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

তার সেঝ ভাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার জুম্মা নামাজের পর উত্তরা ১০নম্বর সেক্টর মসজিদে নামাজের জানাজা শেষে উত্তরা ১২ সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুম সিরাজুল হক বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট মহসিন হোসেনের ফুফাতো ভাই।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।