ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাফেদার নির্বাহী কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
বাফেদার নির্বাহী কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

দুই বছরের জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধানকে চেয়ারম্যান, এক্সিম ব্যাংকের এমডি ডা. মোহাম্মদ হায়দার আলীকে ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের এমডি মো. মাহবুব আলমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) ভার্চ্যুয়াল বৈঠকে সর্ব সম্মতিক্রমে ২০২১-২১ সালের জন্য তাদের নির্বাচিত করা হয়।

নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদউল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ সামস উল ইসলাম, জনতা ব্যাংকের সিইও ও এমডি মো. আব্দুস ছালাম আজাদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. আলী হোসেন প্রধানীয়া এবং মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।