ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রযুক্তিনির্ভর শিল্পায়নে বিসিকের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, ডিসেম্বর ২৯, ২০২০
প্রযুক্তিনির্ভর শিল্পায়নে বিসিকের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা

ঢাকা: চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর শিল্পায়নের অভিযাত্রা জোরদারে বিসিকের নবীন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।  

তিনি বলেন, নবীন কর্মকর্তাদের কর্মস্থলে উদ্যোক্তাদের যথাযথ সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিসিকের প্রথম শ্রেণির নবীন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ ও নারী উদ্যক্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। বিসিকের পরিচালক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. মোস্তাক হাসান। বিসিকের ২৫ জন নবীন কর্মকর্তা ২১ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন।  

সম্ভাবনাময় এলাকাগুলোতে নতুন নতুন শিল্পনগরী স্থাপনে বিসিকের কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, শিল্পনগরীগুলোর জমি পরিপূর্ণভাবে উন্নয়ন করার পরই প্লট আকারে উদ্যোক্তাদের বরাদ্দ দিতে হবে এবং সেখানে শিল্প কারখানা পরিচালনায় প্রয়োজনীয় সব পরিষেবা অবশ্যই নিশ্চিত করতে হবে।

এসএমই নীতিমালা-২০১৯-এর লক্ষ্য অনুসারে জিডিপিতে এসএমই খাতের অবদান ২০২৪ সালে ৩২ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বিসিকের সব পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিসিকের চেয়ারম্যান বলেন, নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিসিক মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।  

বিসিক শিল্পনগরীগুলোতে বিদেশি উদ্যোক্তারা নতুন বিনিয়োগের প্রস্তাব করছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
জিসিজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।