ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোংলা বন্দরের নতুন চ্যানেলের কাজ সম্পন্ন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
মোংলা বন্দরের নতুন চ্যানেলের কাজ সম্পন্ন ছবি: সংগৃহীত

ঢাকা: নির্ধারিত সময়ের আগেই মোংলা বন্দরের নতুন চ্যানেলের ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন এই চ্যানেল দিয়ে এখন বন্দরে জাহাজ ভিড়তে পারবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)।

এতে উল্লেখ করা হয়, করোনা মহামারির মধ্যেও নির্ধারিত সময়ের আগেই মোংলা বন্দরের নতুন চ্যানেলের ড্রেজিং কাজ শেষ হয়েছে। চ্যানেল ড্রেজিংয়ের কাজ শুরু হয় ২০১৯ সালের ১৩ জানুয়ারি। আর শেষ হয় চলতি বছর ০৩ ডিসেম্বর। নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই নতুন চ্যানেলের ড্রেজিং কাজ শেষ হয়েছে।  তিনটি বড় ড্রেজার দিয়ে চ্যানেল ড্রেজিং কাজ শেষ করেছে সিসিইসিসি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেছেন, চুক্তিবদ্ধ কোম্পানি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্ধারিত সময়ের আগেই নতুন চ্যানেলের ড্রেজিং কাজ শেষ করেছে। ফলে বন্দরে জাহাজ চলাচল বেড়ে যাবে বলে প্রত্যাশা করি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
টিআর/এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।