ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের লোগো

ঢাকা: ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতার দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৭ জানুয়ারি) বিএসইসির ৫৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতার বিষয়ে ডিপজিটরি আইন ১৯৯৯ এর ১৩ ধারা মোতাবেক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

একইসঙ্গে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।