ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধুর আদর্শে মানুষের কল্যাণে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বঙ্গবন্ধুর আদর্শে মানুষের কল্যাণে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনা আমাদের নেতা, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আমাদের আদর্শ। সে আদর্শকে সামনে নিয়ে ও ধারণ করে আমাদের মানুষের কল্যাণে ও মঙ্গলে নিয়োজিত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে প্রয়াত বরেণ্য কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, আসুন আমরা শপথ নিই, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চায়— তাদের বাংলার মাটি থেকে নির্মূল করব, উচ্ছেদ করব। মুক্তিযুদ্ধে যে আদর্শ ধারণ করে আমরা অংশগ্রহণ করেছিলাম, সে আদর্শ আজও অটুট ও অম্লান রয়েছে। এই আদর্শের মাধ্যমেই আমরা একাত্তরের মতো আবার এই যুদ্ধাপরাধী ধর্মান্ধ গোষ্ঠীকে পরাজিত করব।

প্রয়াত আব্দুল মান্নান ও শওকত মোমেন শাহজাহানের জীবনের নানা দিক তুলে ধরে ড. রাজ্জাক বলেন, তাদের আজীবন আদর্শ ছিল বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শের লক্ষ্য অর্জনের জন্য তারা যে রাজনৈতিক পথটি বেছে নিয়েছিলেন, সে পথটিও ছিল বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত না হয়ে তারা আমৃত্যু মানুষের কল্যাণ ও মঙ্গলের কাজ করে গেছেন। সেই আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে এগিয়ে আসলেই আজকের এই স্মরণ সভার সার্থকতা আসবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে সাহাদারা মান্নান এমপি, সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, বিএআরসির চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি অর্থনীতিবিদ মো. জাহাঙ্গীর আলম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।