ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরও বাড়তে পারে ভোজ্যতেলের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
আরও বাড়তে পারে ভোজ্যতেলের দাম

ঢাকা: চলতি বছরের শুরু থেকেই খুচরা বাজারে ভোজ্যতেলের লিটার প্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আরও বাড়তে পারে ভোজ্যতেলের দাম।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মুসলিম বাজার, মিরপুর-১১ নম্বর ও কালশী বাজার ঘুরে খুচরা ভোজ্যতেল বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

মিরপুর-১১ নম্বর বাজারের ফরিদপুর অয়েল অ্যান্ড ঘি স্টোরের মালিক মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের ব্যারেল প্রতি দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত খুচরা বাজারে কমছে না। আমাদের দেশে ব্রাজিল-আর্জেন্টিনা থেকে ভোজ্যতেল আসে। গত ছয় থেকে সাত মাস সেখানে উৎপাদন হয়নি। এ কারণে খুচরা বাজারে ভোজ্যতেলের দাম বাড়তি যাচ্ছে।

করোনা ভাইরাসের প্রভাবে ভোজ্যতেলের উৎপাদন বন্ধ হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে লকডাউন থাকায় ব্রাজিল-আর্জেন্টিনায় ভোজ্যতেল উৎপাদন পুরোদমে বন্ধ ছিল। এ কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যায়। সেজন্য খুচরা বাজারেও দাম বেশি। আগামীতে দাম আরও বাড়তে পারে।  

কালশী বাজারের খুচরা ভোজ্যতেল বিক্রেতা মো. রহিম বলেন, এভাবে দাম বাড়তে থাকলে মার্চে ভোজ্যতেলের প্রতিলিটার হবে ১৫০ টাকা।

মিরপুর মুসলিম বাজারে আসা ক্রেতা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিজওয়ান রশিদ রিজু বাংলানিউজকে বলেন, ভোজ্যতেলের দাম যে বেড়েছে আর কমছে না। শুনেছি দাম আরও বাড়তে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে পরিবার নিয়ে ভালোভাবে থাকা যাবে না।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।