ঢাকা: চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে অনশোর ব্যাংকিং থেকে অফশোর ব্যাংকিংয়ে তহবিল স্থানান্তরের সীমা রেগুলেটরি মূলধনের ৩০ শতাংশে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে রোববার (৩১ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
করোনা পরিস্থিতিতে অফশোর ব্যাংকিং এক্সপোজারসহ একক গ্রাহককে দেওয়া ঋণস্থিতি নির্ধারণ সীমার মধ্যে এবং অনশোর ব্যাংকিং থেকে অফশোর ব্যাংকিংয়ে তহবিল স্থানান্তরের সীমা রেগুলেটরি মূলধনের ৩০ শতাংশে আনতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো। তবে, উভয় ক্ষেত্রেই সীমাতিরিক্ত হার ক্রমাগতভাবে হ্রাস করতে হবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসই/ওএইচ/