ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ফেব্রুয়ারি ৯, ২০২১
ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান ও মো. মোশাররফ হোসাইন।

ঢাকা সাউথ জোন প্রধান আবু ছাঈদ মো. ইদ্রিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা সাউথ জোনের অধীন শাখা প্রধানরা সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।