ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচনে সভাপতি প্রার্থী জসিম উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এফবিসিসিআই নির্বাচনে সভাপতি প্রার্থী জসিম উদ্দিন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

ঢাকা: বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর আসন্ন ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী ঘোষণা করেছেন সংগঠনটির সাবেক সভাপতিরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এসময় সাবেক সভাপাতিদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও এফবিসিসিআইর সাবেক সভাপতি সালমান এফ রহমান এমপি, মীর নাসির হোসেন, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি।

প্রসঙ্গত, নির্বাচন পরিচালনা বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী এফবিসিসিআই ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদের ভোট গ্রহণ আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০২১
এসই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।