চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হলো তিন দিনের উদ্যোক্তা মেলা।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শহরের অভিজাত হোটেল সাহিদ প্যালেসের কমিউনিটি গ্রাউন্ডে এ মেলার উদ্বোধন করা হয়।
অনলাইনে কেনা-বেচা করা নারী উদ্যোক্তাদের হরেক পণ্যের সমাহার বসে এ মেলায়।
মেলায় ৩২টি স্টলে বিক্রেতারা আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন। হস্তশিল্প, কারুকার্য, হাতে বানানো পোশাক, হোম মেইড ফুড, জুয়েলারি সামগ্রী, অর্গানিক পণ্য ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের আয়োজন রয়েছে সেখানে। মেলা উপলক্ষে প্রতিটি স্টলে ৫-২০ শতাংশ ছাড়ের সুবিধা থাকছে। এছাড়া ফ্রি ফটোগ্রাফি ও মেহেদী উৎসবের আয়োজনও রয়েছে মেলা প্রাঙ্গণে।
উদ্বোধনী দিনে মেলার আয়োজক মেরিনা জামান মমির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক বিপুল আশরাফ, শাহ আলম সনি প্রমুখ।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এ মেলা। চলবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এসআরএস