ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসআইবিএল থেকে নগদে ফান্ড ট্রান্সফার সেবা চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআইবিএল থেকে নগদে ফান্ড ট্রান্সফার সেবা চালু

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপের মাধ্যমে নগদের গ্রাহক অ্যাকাউন্টে এখন টাকা পাঠানো যাচ্ছে মুহূর্তেই।  

রোববার (২৮ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এসআইবিএল থেকে নগদ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ ও চিফ অপারেটিং অফিসার আশিষ চক্রবর্তী।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক, মুহাম্মদ ফোরকানুল্লাহ, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মো. সুলতান বাদশা ও মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।