ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করতে হবে ব্যাংকগুলোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করতে হবে ব্যাংকগুলোর

ঢাকা: নতুন পণ্য-সেবা-প্রক্রিয়া-প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতির জন্য ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে তহবিল গঠন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৯ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, দেশে কার্যরত ব্যাংকসমূহকে ২০২১ সাল থেকে পরবর্তী ৫ বছর সময়ে প্রতি বছর তাদের পরিচালন মুনাফা (নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী) হতে ১ শতাংশ  হারে অর্থ ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের অনুকূলে বিতরণের লক্ষ্যে তহবিল হিসেবে সংরক্ষণ করবে।

২০২০ সালের ডিসেম্বর ভিত্তিক বাৎসরিক হিসাব চূড়ান্তকালে পরিচালন মুনাফা হতে বাধ্যতামূলকভাবে উক্ত ১ শতাংশ তহবিল স্থানান্তর শুরু করতে হবে। ব্যাংকসমূহের নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ হতে ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের অনুকূলে ঋণ-বিনিয়োগ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত স্টার্ট-আপ ফান্ড’ পুনঃঅর্থায়ন তহবিল নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।  

যা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। বর্ণিত পদ্ধতিতে ব্যাংক কর্তৃক সৃষ্ট ফান্ড হতে ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের অনুকূলে প্রদেয় ঋণ-বিনিয়োগের উপর বাৎসরিক সরল সুদ-মুনাফা হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ  স্টার্ট-আপ ফান্ড’ নামে একটি নতুন হিসাব-খাত সৃষ্টি করতঃ উদ্বৃত্তপত্রে অন্যান্য দায়ের আওতায় প্রদর্শন করতে হবে। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকসমূহ স্ব-স্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ হতে ঋণ-বিনিয়োগ বিতরণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ-বিনিয়োগ করতে পারবে।

তবে, ২০২২ সালের জানুয়ারি হতে স্ব-স্ব ব্যাংকের ‘স্টার্ট-আপ ফান্ড’ এ রক্ষিত স্থিতি হতে ঋণ-বিনিয়োগ প্রদান করার পর বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ প্রদান করা যাবে। এ তহবিলের আওতায় প্রত্যেক ব্যাংক কর্তৃক প্রদেয় ঋণ-বিনিয়োগের মধ্যে ন্যূনতম ১০ শতাংশ নারী উদ্যোক্তাদের অনুকূলে বিতরণ করতে হবে। স্টার্ট-আপ ফান্ড’ সংক্রান্ত উল্লিখিত নীতিমালায় বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করতে পারবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।