ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেকসই পোশাক শিল্পের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় ফোরাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
টেকসই পোশাক শিল্পের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় ফোরাম

ঢাকা: নির্বাচিত হলে টেকসই পোশাক শিল্প, বাজার সম্প্রসারণ, ভাবমূর্তি ফিরিয়ে আনা ও ব্যবসার পরিচালন ব্যয় কমিয়ে আনার ওপর গুরুত্ব দেবে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দ্বি-বার্ষিক নির্বাচনে অংশ নেওয়া ফোরাম প্যানেল।

মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফোরামের প্যানেল লিডার এ বি এম সামছুদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, রুগ্ন শিল্প ও এক্সিট পলিসি, পণ্যের দাম ও ক্রেতার জবাবদিহিতা, শিল্পের নিরাপত্তা ও নিজস্ব সক্ষমতা, বাজার সম্প্রসারণ, প্রযুক্তি সক্ষমতা, এলডিসি গ্রাজুয়েশন, দক্ষতা ও উদ্ভাবন, সাসটেইনেবিলিটি ও এসডিজি, শ্রমিক কল্যাণ এবং স্বচ্ছ-পরিচ্ছন্ন বিজিএমইএ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এ বি এম সামছুদ্দিন বলেন, আমরা নির্বাচিত হলে সব পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবো। প্রতিষ্ঠালগ্ন থেকে ফোরাম পোশাকখাতের উন্নয়নে কাজ করে আসছে। ফোরাম যতবার নেতৃত্ব দিয়েছে, কখনো কোনো বিপদ দেশের পোশাকখাতকে আঁচড় কাটতে পারেনি। পোশাকখাতের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে আগামী নির্বাচনে ফোরামই বিজয়ী হবে। আমাদের সামনে সঠিক সময় অপেক্ষা করছে। দাম কমছে, রপ্তানি কমছে, দুর্বল চুক্তিপত্রের সুযোগ নিচ্ছে ক্রেতারা। ৩০ বছরে ব্যবসার খরচ বেড়েছে ৩০ শতাংশ। বেতন দিতে কষ্ট হচ্ছে মালিকদের। আজ প্রয়োজন সেই মানুষটির যিনি নিষ্ঠা ও সততার সঙ্গে বিজিএমইএর উন্নয়নে কাজ এবং সদস্যদের সেবা করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি ও ফোরামের পরিচালক প্রার্থী রুবানা হক বলেন, আমরা ১৩টা খাতে কাজ করবো। আমি সভাপতির দায়িত্ব পালনের সময় যেসব কাজ শুরু করেছি। অনেকগুলো চলমান রয়েছে। এসব চলমান প্রকল্প সম্পন্ন করতেই আগামী কমিটিতে থাকতে চাই। সভাপতির পদ ছেড়ে পরিচালক থাকতে চাই একটা মাত্র কারণেই। বিজিএমইএ শুধু ফায়ার-ফাইটিংয়ের জায়গা না। সমস্যা হলো সমাধান করলাম। বিজিএমইএর দীর্ঘ মেয়াদী লক্ষ্য না থাকার কারণে আমরা অনেক কিছুতে ব্যর্থ হই। করোনার কারণে দীর্ঘ একবছর পিছিয়ে গেছি। সামনে যাওয়ার জন্য একটা পর্ষদের কন্টিউনিটি দরকার। আমাদের ফোরাম নির্বাচিত হলে পরবর্তী সভাপতিকে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে পারবো।

তিনি বলেন, আমি সভাপতির দায়িত্ব নিয়ে যেসব প্রকল্প ও উদ্যোগ নিয়েছিলাম। তার সবগুলো সম্পন্ন করতে ব্যর্থ হয়েছি। আমাদের মধ্যে এত প্রতিযোগিতার কারণে নিজেদের পণ্যের দাম নিজেরা কমিয়ে দিচ্ছি। আমাদের উচিত পোশাক মালিকদের সবার সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা।

রুবানা হক বলেন, শ্রমিকদের মধ্যে একটা শিক্ষার জরুরি প্রয়োজন হয়ে গেছে। সেটা হলো একটা কাপড়কে নিজের সন্তানের মত দেখার অভাব। যেটা ভিয়েতনামসহ অনেক দেশের শ্রমিকরা করে। নিজের হাতে তৈরি পোশাকটাকে নিজের সন্তানের মত দেখা। এটা দেখে আমি মুগ্ধ হয়েছি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আগামী দুই বছর পোশাক শিল্পকে অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং সময় হিসেবে পার করতে হবে। এ সময়ে বিজিএমইএতে সৎ, নিষ্ঠাবান, কর্মঠ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত শক্তিশালী বোর্ড প্রয়োজন। ফোরাম সেই বোর্ড উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে ব্যবসার সার্বিক অবস্থা ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা ফোরাম ‘সাসটেইনেবল ইন্ডাস্ট্রি’ গড়ে তুলতে কাজ করবে।

‘স্বচ্ছ-পরিচ্ছন্ন বিজিএমইএ’ অংশে ফোরামের পক্ষে থেকে বলা হয়, নির্বাচিত হলে বিজিএমইএ পরিচালকদের তিন মাস পর পর পারফর্মেন্স মূল্যায়ন করা হবে, বিজিএমইএ পরিচালকরা যাতে ২৪ ঘণ্টার মধ্যে সদস্যদের অনুসন্ধানের জবাব দেন। সেই নিশ্চয়তা দিতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক বিজিএমইএ গড়তে পুরো কার্যক্রমকে ইআরপির আওতায় নিয়ে আসা হবে, বিজিএমইএ’কে শুধু সেবামূলক প্রতিষ্ঠানই নয় সর্বোপরি এটিকে পোশাক মালিকপক্ষের একটি ‘সমন্বিত ফোরাম’ হিসেবে তৈরি করা হবে।

রুবানা হক বলেন, বিজিএমইএ’এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিইউএফটি ট্রাস্টি বোর্ডকে পুনর্গঠনের প্রস্তাব করা হবে। বিজিএমইএতে ভার্চ্যুয়াল কম্প্লেইন বক্স প্রতিষ্ঠা করা হবে, বিজিএমএই-এর কর্মকর্তা/কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চয়তা দিতে দ্বি-বার্ষিক গোপনীয় রিপোর্ট তৈরি করা হবে এবং বৃহৎশিল্প সমূহকে নিয়ে একটি ডিসকাশন গ্রুপ তৈরি করা হবে। গত দুই বছরে আমাদের অনেক অর্জন আছে এবং অনেকগুলো কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবারের ইশতেহারে আমরা কি কি পদক্ষেপ নিলে আগামীতে এই শিল্প টিকে থাকবে এবং আগামী দুই বছরে করে দেখানো সম্ভব এমন সব প্রস্তাবনাই তুলে ধরেছি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।