ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইভ্যালিতে যুক্ত হলো নাভানা পেট্রোলিয়াম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ইভ্যালিতে যুক্ত হলো নাভানা পেট্রোলিয়াম

ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে যুক্ত হয়েছে নাভানা পেট্রোলিয়াম লিমিটেড। এর মাধ্যমে আমেরিকাভিত্তিক পেট্রোলিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠান শেভরন লুব্রিকেন্টসের ক্যালটেক্স, হেভোলিন সুপার ফোরটি, হেভোলিন ও ডেলোর মতো স্বনামধন্য ইঞ্জিন ওয়েল পণ্যগুলো নাভানা পেট্রোলিয়ামের মাধ্যমে আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকেরা।

 

বুধবার (৩১ মার্চ) ইভ্যালি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে নাভানা পেট্রোলিয়াম ও ইভ্যালির মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং নাভানা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম জাবেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা খুবই আনন্দিত যে দেশের অন্যতম বড় ইঞ্জিন অয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান নাভানা পেট্রোলিয়াম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছে। ইভ্যালি সব সময় গ্রাহকদের সাধ্যের মধ্যে ভালো পণ্য ও সেবাদানের অঙ্গীকার নিয়ে কাজ করে। আশা করি, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে আমরা একসঙ্গে কাজ করে যাবো।

অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, ব্যবসায় উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনজুরুল, কি একাউন্ট ম্যানেজার এম জোবায়ের এবং নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড ই-কমার্স বিভাগের সহকারী ব্যবস্থাপক মশিউর রহমান খান ও কমার্শিয়াল অ্যান্ড ইন্ড্রাস্ট্রি সেলস বিভাগের সহকারী ব্যবস্থাপক হাফিজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।