ঢাকা: তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
রোববার (৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিজিএমইএর মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩১৩ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৫২ জন ও চট্টগ্রামে ৪৬১ জন।
ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালকের পদের বিপরীতে দুই প্যানেলে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণের পরে সফটওয়্যারের মাধ্যমে গণনা শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা বোর্ড।
নির্বাচিত ৩৫ জন পরিচালক ১৬ এপ্রিল দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি, সাত জন সহ-সভাপতি নির্বাচন করবেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসই/এএটি