নওগাঁ: ভারত থেকে রেলপথে প্রথম চালান দেশে এলো এক হাজার ৮২৫ টন সিদ্ধ চাল।
রোববার (৪ এপ্রিল) দুপুরে ৩১টি ওয়াগনে চালগুলো দর্শনা স্থলবন্দর হয়ে সান্তাহারে পৌঁছে।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজাম্মান বাংলানিউজকে বলেন, চাল নিয়ে মালবাহী ট্রেনটি সান্তাহারে পৌঁছালে নমুনা সংগ্রহ করেন খাদ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা। আমদানি করা চালের আদ্রতা ও অন্যান্য গুণগত মান যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে খালাস করা হবে।
তিনি বলেন, রেলপথে ২০ হাজার টন চাল সরবরাহের জন্য গত ২৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে একটি চুক্তি হয়। পর্যায়ক্রমে চালগুলো দেশে নিয়ে আসা হবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআরএস