সিলেট: ফের সিলেটের কুশিয়ারা নদী থেকে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রোববার (১১ এপ্রিল) মাছটি বেচার জন্য সিলেট নগরের লালবাজারে তোলা হয়।
সিলেটের লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, মাছটি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিলো। রোববার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে সেটি কিনে এনেছি। সোমবার (১২ এপ্রিল) সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করবো।

এর আগে চলতি বছরের ২৯ মার্চ কুশিয়ারায় ৩০০ কেজি ওজনের বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছিল। পরে মাছটি এনে লালবাজারে কেটে কেজি দরে বিক্রি করা হয়।
গত কয়েকদিন আগে ওই নদীতে ধরা পড়া প্রায় ৩০০ কেজি ওজনের আরেকটি বাঘাইড়। সেটি লালবাজারে এনে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা এপ্রিল ১১, ২০২১
এনইউ/এএটি