ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের জন্য ২০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ/বিনিয়োগ বিতরণের সময় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ৭২.৩১ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। এমতাবস্থায় আলোচ্য প্যাকেজের সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রণোদনা প্যাকেজটির প্রথম পর্যায়ের (১ম বছর) বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসই/আরবি