ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওজনে কম দেওয়ায় টিসিবির ডিলারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
ওজনে কম দেওয়ায় টিসিবির ডিলারকে জরিমানা

বগুড়া: বগুড়া সদর উপজেলায় ওজনে কম দিয়ে প্রতারণার অভিযোগে গিয়াস উদ্দিন (৫৩) নামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার উপশহর বাজার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, টিসিবি ডিলার গিয়াস উদ্দিন ওজন কম দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে একই কাজ করলে তার টিসিবির ডিলারশিপ বাতিল করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।