বেনাপোল (যশোর): ভারতের বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফায় উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ মহাকুমা অঞ্চলে (২২ এপ্রিল) ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়া বেনাপোল ও পেট্রোপোল বন্দরে মধ্যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস স্বাভাবিক থাকবে।
বুধবার (২১ এপ্রিল) রাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান আমদানি ও রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের বিধানসভা নির্বাচনে (বৃহস্পতিবার ২২ এপ্রিল) ভারতের বনগাঁ অঞ্চলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ভোটের জন্য দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে বলে তাদের চিঠি দিয়ে জানিয়েছেন ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন। এবং শুক্রবার ২৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ এপ্রিল দুই দেশের মধ্যে পুনরায় আমদানি ও রপ্তানি সচল হবে বলে তিনি জানান।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাছিদুল হক জানান, ভারতের বিধানসভার নির্বাচনের কারণে বেনাপোল ও পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল থাকবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতের নির্বাচনে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকছে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
আরআইএস