ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজনগরে বাজার তদারকি অভিযানে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
রাজনগরে বাজার তদারকি অভিযানে জরিমানা রাজনগরে বাজার তদারকি অভিযান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে মৌলভীবাজারে বাজার তদারিক অভিযান পরিচালিত হয়েছে। এতে সহযোগিতা করে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্সের সদস্যরা।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজনগর উপজেলার মুন্সিবাজার, ভেতর বাজার, মসজিদ রোড, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, এ অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি করার জন্য তাকে রাখা, ওজনে কম দেওয়া, ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিময়ের দায়ে মুন্সিবাজারের সফাত ভেরাইটিজ স্টোরকে এক হাজার টাকা, রব ভেরাইটিজ স্টোরকে এক হাজার টাকা, ভেতর বাজারের ফয়েজ মিয়ার সবজির দোকানকে এক হাজার টাকা, মসজিদ রোডের মনির উদ্দিন লুল ভেরাইটিজ স্টোরকে চার হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রি না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
বিবিবি/কেএআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।