সিলেট: সিলেটর বিশিষ্ট শিল্পপতি, আওয়ামী লীগ নেতা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তাহমিন আহমদ এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য তাকে পরিচালক নির্বাচিত করা হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান তাহমিন আহমদ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর (এসএমসিসিআই) প্রতিষ্টাতা পরিচালক, সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ও ওনার্স গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের অভিজাত হোটেল কমপ্লেক্সে নির্ভানা ইন’র ব্যবস্থাপনা পরিচালক।
সফল ব্যবসায়ী ও মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য তাহমিন আহমদ এফবিসিসিআই’র পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব ও সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক হিসেবে তাহমিন আহমদ সিলেট তথা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। চেম্বার নেতারা তার সার্বিক সফলতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এনইউ/আরবি