ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি নির্ণয়ে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি নির্ণয়ে কমিটি

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি নির্ণয় ও এ সমস্যা সমাধানে করণীয় ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ১৫ মে'র মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের সব আইসিটি অবকাঠামো ব্যবস্থাপনা ও পরিচালনা করবে এ কমিটি। সরিয়ে দেওয়া হয়েছে আইসিটি বিভাগে কর্মরত আগের সব কর্মকর্তা-কর্মচারীকে। নির্দেশনা মোতাবেক আইসিটি বিভাগের কর্মকর্তারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক মেজবাউল হকের নেতৃত্বে আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট টিম নামে ২২ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক আইসিটি অবকাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনা নিশ্চিত করবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিপর্যয়ের কারণে আকষ্মিক বন্ধ হয়ে যায় দেশের ব্যাংকিং ব্যবস্থায় অনলাইন ব্যাংকিং (আন্তঃব্যাংক লেনদেন)। এক সপ্তাহ বন্ধ ছিল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকের পাশাপাশি করপোরেট গ্রাহকরাও।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।