ঢাকা: এ মুহূর্তে অসম্ভব ভ্যাপসা গরম। এ সময় তাই অনেকেই গরম থেকে মুক্তি পেতে বাড়িতে এয়ার কন্ডিশনার বা এসি লাগানোর কথা ভাবছেন।
আমাদের দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের প্রস্তুতকৃত এসি শুধু ঘরকেই ঠাণ্ডা করে না, এটা পরিবেশবান্ধবও।
মিনিস্টার দিচ্ছে ইনভার্টার এসি। ইনভার্টার এয়ার কন্ডিশনার কম্প্রেসরের গতিকে কম বা বেশি করে রেফ্রিজারেন্ট (গ্যাস)-এর ফ্লো রেট নিয়ন্ত্রণে রাখে এবং এভাবে কম বিদ্যুৎ খরচ হয়। ইনভার্টার একটি নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে যাওয়ার পর ইউনিট সেই তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে তাপমাত্রা ওঠা-নামা বন্ধ করতে পারে। মিনিস্টারের এসিগুলোতে এমন টেকনোলজি ব্যবহৃত হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়ী।
মিনিস্টারের এসি জাপানি ব্র্যান্ড প্যানাসোনিক কম্প্রেসর দ্বারা তৈরি। তাদের এসির কম্প্রেসারগুলোতে থাকছে ১২ বছরের গ্যারান্টি। ১.০ টন, ১.৫ টন ও ২ টনের ধারণ ক্ষমতার প্রতিটি এসিতেই ব্যবহার করা হয়েছে ফাস্ট কুলিং টেকনোলজি।
এসি কেনার সময় এসির ফ্যান ও এসি চালানোর সময় শব্দ হয় কিনা দেখে নেওয়া উচিত। এসির ফ্যান বাতাসকে রুমের চারিদিকে ছড়িয়ে দেয়। কাজেই এসি কেনার সময় ভালোভাবে খেয়াল করে নিন। মিনিস্টারের এসি সম্পূর্ণ নয়েজ ফ্রি।
ক্রেতাদের কথা চিন্তা করে মিনিস্টার দিচ্ছে ন্যূনতম ৫০০০ টাকা ডাউন পেমেন্টে ইনভার্টার এসি। এছাড়া ৬ মাসের ইএমআইতে ০% ইন্টারেস্ট সুবিধা।
ক্রেতাদের যেকোনো সার্ভিস ও সমস্যা সমাধানের জন্য মিনিস্টারে ২৪/৭ সার্ভিস তো রয়েছেই। তাছাড়া যুগোপযোগী অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের এসি পাওয়া যাচ্ছে মিনিস্টারের সব শো-রুম ও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট: www.ministerbd.net।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
আরবি