ঢাকা: বর্তমান সময়ে ব্যবহারকারীদের প্রয়োজনকে মাথায় রেখে ‘বাটা’ তাদের এক্সক্লুসিভ ঈদ কালেকশনে প্রাধান্য দিয়েছে কম্ফোর্ট ও স্টাইলকে। নারী-পুরুষ ও বাচ্চাদের জন্য এবার বাটায় আছে ৫শর বেশি নতুন জুতা।
কারডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউকে’র হোয়েলস সেন্টার ফর পোডিয়াট্রিকের রিসার্চে এটি শরীরের পায়ের ভার অ্যাডজাস্ট করে ৬০ শতাংশ বেশি কম্ফোর্ট দিতে সক্ষম।
‘বাটার’ হেড অব মার্কেটিং ইফতেখার মল্লিক বলেন, মহামারি কোভিডের সময়ে পৃথিবী পাল্টে গেছে এবং এখন ফ্যাশনে আরামই মুখ্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা হচ্ছে স্টাইলের পাশাপাশি কম্ফোর্টকেও প্রাধান্য দেওয়া। এই বিষয়টি মাথায় রেখেই আমরা এবারে ঈদ এক্সক্লুসিভ কালেকশন এনেছি।
এই ঈদে নিরাপদে কেনাকাটা করার স্বাচ্ছন্দ্য দিতে বাটার প্রতিটি স্টোর ও স্টাফদের স্বাস্থ্যকর পরিবেশ ও সর্বোচ্চ কাস্টমার সেবা নিশ্চিত করেছে। একইসঙ্গে দোকানে অবস্থানের সময় সীমা কমিয়ে আনা, নিরাপদ শারীরিক দূরত্ব, স্টোরের পরিচ্ছন্নতা, টেম্পারেচার চেক ও স্যানিটাইজিং এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে নির্দেশনা রয়েছে। বর্তমানে প্রচুর কাস্টমার অনলাইন কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বাংলাদেশে বাটা-ই প্রথম যারা সম্পূর্ণ কার্যকর অনলাইন প্ল্যাটফর্ম নিশ্চিত করে। এছাড়া গত বছর থেকে চালু হয়েছে বাটার আরেকটি অনালাইন প্ল্যাটফর্ম ‘বাটা চ্যাটশপ’, যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই নিকটস্থ বাটা স্টোর ম্যানেজারের সঙ্গে কথা বলে পণ্য অর্ডার করা যাবে।
মঙ্গলবার (৪ মে) বাটা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ০৪, ২০২১
এএটি