পঞ্চগড়: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র শব-ই ক্বদর উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ থাকবে।
মঙ্গলবার (৪ মে) বিকেলে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র শব-ই ক্বদর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ১০ মে (সোমবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে ২২ মে (শনিবার) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে।
মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে বলেন, পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে নিয়মানুযায়ী সরকারি দপ্তরের সব কার্যক্রম চালু থাকবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ০৫, ২০২১
আরএ