ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা প্রতিরোধে প্রথম সারির সৈনিকদের ‘ডাবর’র শ্রদ্ধা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ৫, ২০২১
করোনা প্রতিরোধে প্রথম সারির সৈনিকদের ‘ডাবর’র শ্রদ্ধা

ঢাকা: বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি এখনো বিশাল আকার ধারণ করেছে। বাংলাদেশেও এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে একাধিক লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আর এ ধরনের মহামারির সময়েও বাংলাদেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে নিঃস্বার্থভাবে প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, ডেলিভারিম্যান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেমন- র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি। কিন্তু তাদের ও তাদের পরিবারের সুরক্ষার কী হবে?

এ বিষয়টি মাথায় রেখে খাদ্যপণ্য ও প্রসাধনী প্রস্তুতকারী ‘ডাবর’, গতবছর থেকেই করোনা মোকাবিলায় বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল থেকে প্রথম সারির সৈনিকদের বীরত্বপূর্ণ প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে আরও একটি উদ্যোগ নেওয়া হয়।  

‘ডাবর’র পক্ষ থেকে প্রথম ধাপে, ঢাকার রাস্তায় দিন-রাত কর্মরত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রায় ১ হাজার সদস্যকে ‘ডাবর’র স্পেশাল মোড়ক ‘ডাবর সুরক্ষা প্যাক’ উপহার হিসেবে দেওয়া হয়। যাতে রয়েছে একটি করে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, মধু ও ফেস মাস্ক যা তাদেরকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে ভেতর ও বাইর থেকে।

‘একসাথে লড়বো, করোনা ভাইরাস রুখবো!’ এটিকে মূলমন্ত্র হিসেবে রেখে ঢাকার রাস্তায় ‘ডাবর’র ক্যারাভ্যানে উপহারগুলো হস্তান্তর করতে দেখা যায়।

জানা-যায়, এই উদ্যোগটি করোনা মহামারির সময়ে ‘ডাবর’র এমন আরো অনেক দায়িত্বমূলক উদ্যোগের মধ্যে একটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবিলায় সমাজ ও জনগণের পাশে থাকবে ‘ডাবর’।  

বুধবার (৫ মে) ডাবর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।