ঢাকা: দেশের অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও করোনা মহামারি মোকাবিলায় দিনরাত কাজ করছেন। করোনায় ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে র্যাব সদস্যদের জন্য ৫,০০০ (পাঁচ হাজার) এন নাইনটিফাইভ মাস্ক ও ১,০০০ (এক হাজার) হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
বুধবার (৫ মে) দুপুরে ঢাকার কুর্মিটোলায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে র্যাব সদস্যদের জন্যে উপহার সামগ্রী হস্তান্তর করেন।
র্যাবের মহাপরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম) নিজ সংস্থার পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন।
এসময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, দেশের সব পেশার মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা ‘নগদ’-এর পক্ষ থেকে সামান্য এই উপহার দিয়ে র্যাব সদস্যদের পাশে থাকতে পেরে আনন্দ বোধ করছি।
উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল কাওসার (অব.), হেড অব এলইএ লেফটেন্যান্ট কর্নেল রশীদ (অব.), জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি মাহবুব (অব.) ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্কোয়াাড্রন লিডার আসমা (অব.) এ সময় উপস্থিত ছিলেন।
এসময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কে এম আজাদ (বিপিএম, পিএসসি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, (পিপিএম) ও পরিচালক (তদন্ত) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম (পিএসসি) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ৫, ২০২১
এসই/এইচএডি