ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআইর নতুন সহ-সভাপতি এম.এ রাজ্জাক খান রাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১০, ২০২১
এফবিসিসিআইর নতুন সহ-সভাপতি এম.এ রাজ্জাক খান রাজ এফবিসিসিআইর নতুন সহ-সভাপতি এম.এ রাজ্জাক খান রাজ।

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০২১-২৩ মেয়াদের কমিটি গঠন হয়েছে।

এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এই কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খান রাজ।

এম.এ রাজ্জাক খান এফবিসিসিআই এর গত কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিসিআই এর পরিচালক, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাচারার এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য।

এম.এ রাজ্জাক খান একজন তরুণ উদ্যোক্তা হিসেবে মিনিস্টার গ্রুপকে নিয়ে দেশ ও মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ১০,২০২১
এসই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।