ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ১৬ মে পর্যন্ত ভারতে সব ধরনের পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ১৭ মে থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এ সময় আটকে পড়া যাত্রীরা অনুমোদন সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় বন্দর দিয়ে আসতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রপ্তানি হয়। আগরতলা থেকে এসব পণ্য দেশটির সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে যায়।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ১৩, ২০২১
আরএ