ঢাকা: ঈদ কেন্দ্র করে মাংসের দোকানে ভিড় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দামও। বর্তমানে প্রতিকেজি গরুর মাংস অন্তত ৫০ টাকা বেড়েছে।
শনিবার (১৫ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও আজিমপুর বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খাসির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯২০ টাকা। যা গত সপ্তাহের চেয়ে ৮০ থেকে ৯০ টাকা বেশি। এছাড়া কয়েকদিন আগেও ৫৫০ টাকা কেজির গরুর মাংস এখন বিক্রি হচ্ছে ৬৪০ টাকায়।
মাংসের দাম বাড়া প্রসঙ্গে হাতিরপুল কাঁচাবাজারের মাংস ব্যবসায়ী মো. হানিফ বলেন, ঈদ কেন্দ্র করে অন্য সময়ের তুলনায় মাংসের চাহিদা বেড়েছে। কিন্তু সেভাবে যোগান নেই। তার ওপর ‘লকডাউন’। সেজন্যই কিছুটা দাম বেড়েছে।
মাংসের ক্রেতা ইমরান হোসেন বলেন, গত তিন-চার দিন আগেও গরুর মাংস কিনেছি কেজি ৬০০ টাকা করে। এখন সেই মাংস ৬৪০ টাকা। ঈদ এলে সবকিছুর দামই যেন বেড়ে যায়।
এদিকে গরু ও খাসির মাংস ছাড়াও বেড়েছে প্রায় সব ধরনের মুরগির দাম। তবে বাজারে কিছুটা কমেছে মাছের দাম। কিন্তু অধিকাংশ মাছের দোকানই বন্ধ থাকতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১৫, ২০২১
এইচএমএস/আরবি