ঢাকা: দেশের বরিশাল এলাকায় ৩৩১ কোটি টাকা ব্যয়ে একটি চালের সাইলো নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (০৫ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.শাহিদা আক্তার।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণায়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ (এমএফএসপি)’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ-২১ এর আওতায় বরিশাল এলাকায় ১টি স্টিল সাইলো স্থাপন কাজের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি যৌথভাবে কনফিডেন্স ইনফাস্ট্রাকচার লিমিটেড ও দি জিএসআই গ্রুপ এলএলসি, ইউএসএ বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩৩০ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৮২২ টাকা।
অতিরিক্ত সচিব জানান, খাদ্য মন্ত্রণায়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ (এমএফএসপি)’ প্রকল্পের প্যাকেজ নং-জিডি-২৭এ-এর আওতায় বাংলাদেশের সব খাদ্য গুদামে সফটওয়্যার স্থাপন, ডেটা সেন্টার স্থাপন, ইন্টারনেট কানেকশন, মনিটরিং সিস্টেম স্থাপন এবং সফটওয়ার সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহ কাজের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ব্যয় হবে ২৬১ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৬০৯ টাকা। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, টেক মহিন্দ্র লিমিটেড, ইন্ডিয়া এবং টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ১৯, ২০২১
জিসিজি/এমজেএফ