ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই লাখ টাকার বেশি শুল্ক ই-পেমেন্টে বাধ্যতামূলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ২৪, ২০২১
দুই লাখ টাকার বেশি শুল্ক ই-পেমেন্টে বাধ্যতামূলক

ঢাকা: চলতি বছরের ১ জুলাই আমদানি-রপ্তানি পণ্য চালান সংশ্লিষ্ট দুই লাখ টাকার বেশি শুল্ক-কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে সব পরিমাণ শুল্ক-কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সংস্থাটি।

সোমবার (২৪ মে) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, শুল্ক-কর আদায়ে আরো স্বচ্ছতা নিশ্চিতে ২০২১ সালের ১ জুলাই থেকে আমদানি-রপ্তানি পণ্য চালান সংশ্লিষ্ট দুই লাখ টাকার বেশি শুল্ক-কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামুলক এবং ২০২২ সালের ১ জানুয়ারি থেকে সব পরিমাণ শুল্ক-কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে এনবিআর।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৪, ২০২১
এসএমএকে/এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।