ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করা যাবে উপায়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ২৪, ২০২১
ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করা যাবে উপায়ে

ঢাকা: কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখন থেকে ভূমি সংক্রান্ত সব ধরনের ফি পরিশোধ করা যাবে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায়-এর মাধ্যমে।

সোমবার (২৪ মে) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপায়-এর সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এ সমঝোতা চুক্তির ফলে উপায় ব্যবহারকারীরা ভবিষ্যতে ভূমির বিভিন্ন ফি যেমন ই-পরচা (খতিয়ান), ই-মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

উপায় ইউসিবির একটি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারী সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহামান, উপ-সচিব জাহিদ হোসের পনির, ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান, ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার-ই-আজম, উপায়-এর ডিরেক্টর, বিজনেস সেলস সাদ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২৪, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।