ঢাকা: মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারঘোষিত কঠোর লকডাউন ছাড়াও স্থানীয় প্রশাসন ঘোষিত লকডাউন এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু রাখা যাবে।
মঙ্গলবার (২৫ মে) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, অফসাইট সুপারভিশন বিভাগের ২৩ মে জারি করা সার্কুলারের অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে মহানগর/জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন ঘোষণ করলে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করা যাবে। এরূপ ক্ষেত্রে শাখার কর্মকর্তা/কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসই/এএ