ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাহক পণ্য পাওয়ার পরই বিল পাবে ই-কমার্স প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জুন ৩০, ২০২১
গ্রাহক পণ্য পাওয়ার পরই বিল পাবে ই-কমার্স প্রতিষ্ঠান

ঢাকা: গ্রাহক পণ্য হাতে পাওয়ার পরে বিল পাবে বিক্রেতা ই-কমার্স প্রতিষ্ঠান। এর আগ পর্যন্ত টাকা জমা থাকবে পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে।

পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থ ছাড় করার সময় এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে। ভুল তথ্য দিয়ে বিল নিলে পরবর্তীকালে ই-কর্মাস সকল পরিশোধ সেবা পাওয়ার যোগ্যতা হারাবে।

এসব শর্ত দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।  

বুধবার (৩০ জুন) জারি করা সার্কুলার দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডর (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারটি পড়তে ক্লিক করুন-

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।