ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কঠোর বিধি-নিষেধ: আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
কঠোর বিধি-নিষেধ: আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিজিএমইএ

ঢাকা: ঈদের পরে কঠোর বিধি-নিষেধের মধ্যে পোশাক কারখানা বন্ধ রাখা হবে কি-না তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)।

কোরবানির ঈদের পর ২৩ থেকে ৫ জুলাই সবধরনের কল-কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়ে সরকার।

সরকারের এমন ঘোষণায় পোশাক কারখানা কীভাবে চলবে বা বন্ধ রাখা হবে কি-না তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিজিএমইএ।

মঙ্গলবার (১৩ জুলাই) বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ্ আজিম বাংলানিউজকে এ কথা বলেছেন।

এদিকে, বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত বিষয়ক পরামর্শ পরিষদের দশম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা শেষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ব্রিফিং করবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।