ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ওয়ান ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
বরিশালে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ওয়ান ব্যাংক বরিশালে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ওয়ান ব্যাংক।

ঢাকা: ওয়ান ব্যাংকের উদ্যোগে ব্যাংকের বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (জুলাই ১৪) বরিশাল নগরীর বটতলা এলাকায় ওয়ান ব্যাংকের বরিশাল শাখার উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বরিশাল জেলায় মোট ৩০০ পরিবারের প্রত্যেককে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, লবন, পেয়াঁজ, ১০০ গ্রাম মরিচের গুড়া ও ১টি সাবনসহ প্যাকেজ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন এবং ওয়ান ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আবির হোসেনসহ অন্যান্যরা করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।