ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এমডি মোহাম্মদ শামসুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এমডি মোহাম্মদ শামসুল ইসলাম মোহাম্মদ শামসুল ইসলাম

ঢাকা: হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম। চলিত মাসে ১৬ তারিখ থেকে মোহাম্মদ শামসুল ইসলাম আগামী ৩ বছর ওই দায়িত্ব পালন করবেন।



মোহাম্মদ শামসুল ইসলাম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে যোগ দেন।  

গত মে মাসে বিগত ব্যবস্থাপনা পরিচালক অবসর গ্রহণ করায় কোম্পানির পর্ষদ মোহাম্মদ শামসুল ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করেন।  

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে যোগ দেওয়ার আগে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ শামসুল ইসলামের ব্যাংকিং সেবায় প্রায় দীর্ঘ ৩৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে তার কর্মজীবন শুরু করেন। এবি ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার কর্মজীবনে দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার এবং ট্রেনিংয়ে অংশ নেন।  
মোহাম্মদ শামসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ের ওপর এমবিএ ডিগ্রি অর্জন করেন।

রোববার (১৮ জুলাই) হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।