ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্ন’র ফেক অফার তৈরিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
স্বপ্ন’র ফেক অফার তৈরিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: দেশের জনপ্রিয় চেইন সুপারশপ স্বপ্ন’র লোগো নকল করে কে বা কারা (স্বপ্ন'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লিখে) নানা অফারের কথা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সের লাখো অ্যাকাউন্টে লিংক পাঠান।

তবে এটি একটি ফেইক পোস্ট—না জেনেই অনেকে এটি শেয়ার করছেন।

তাই ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ এ ধরনের ফেক লিংকে ক্লিক বা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করেছে।

‘স্বপ্ন’ ক্রেতাদের জন্য কোনো অফার দিলে তা কোম্পানির নির্দিষ্ট ফেসবুক পেজে (https://www.facebook.com/Shwapno.ACILL) দিয়ে থাকে।

এদিকে, দেশের জনপ্রিয় চেইন সুপারশপ স্বপ্ন’র নাম করে এমন প্রতারণা করার জন্য ফেক অফার তৈরিকারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা এরইমধ্যে নিয়েছে এবং দ্রুত অপরাধীর শাস্তির ব্যবস্থা করবে বলেও জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।