ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কালিবাড়ী হাটে চামড়া কেনাবেচার টার্গেট দেড় কোটি টাকা

মোমেনুর রশিদ সাগর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
কালিবাড়ী হাটে চামড়া কেনাবেচার টার্গেট দেড় কোটি টাকা চামড়ার হাট। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী হাটে চামড়া নিয়ে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর ঈদুল আজহার পরের বুধবার উত্তরাঞ্চল তথা সারাদেশের চামড়া ব্যবসায়ীদের বাৎসরিক মিলন মেলা বসে এ হাটে।

এদিন এ হাটে সর্বোচ্চ তিন কোটি টাকার চামড়া বিক্রির রেকর্ড আছে। এবার দেড় কোটি টাকার চামড়া বেচা-কেনা হবে বলে আশা সংশ্লিষ্টদের।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সরেজমিন কালিবাড়ী হাটে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে কালিবাড়ী চামড়া হাটের জন্য নির্ধারিত স্থান ছাড়িয়ে গেছে চামড়ার আমদানি। ট্রাক, পিকআপভ্যান, রিকশাভ্যানে করে চামড়া নিয়ে হাটে ঢুকছেন ব্যবসায়ীরা। চামড়ার স্তুপ সাজানো-গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। হাটে তুলনামূলক ভালো স্থান পাওয়ার আশায় প্রতিযোগিতামূলক ভাবে হাটে আসছেন ব্যবসায়ীরা।

ঠাকুরগাঁও জেলার রানিশংকৈলের ব্যবসায়ী দাবিরুল ১৬৯ পিস চামড়া নিয়ে হাটে এসেছেন। এছাড়া কুড়িগ্রাম সদর থেকে ইয়াকুব আলী এসেছেন ২৪০ পিস ও রংপুরের মিঠাপুকুর উপজেলার রানিপুকুর এলাকার হায়দার আলী হাটে এসেছেন ৫শ পিস চামড়া নিয়ে।  

তারা জানান, প্রতি বছর এদিনটা চামড়া ব্যবসায়ীদের জন্য বিশেষ দিন। কিন্তু টানা কয়েক বছর ব্যবসায় ধস নামায় ব্যবসায়ীদের মাঝে উচ্ছাস কিছুটা কম। তুলনামূলক চামড়ার আমদানিও কম। কয়েক বছর হলো চামড়ার বাজার ভালো যাচ্ছে না তাই সার্বিক বিবেচনায় বেশি চামড়া নিয়ে হাটে আসেননি।

উপজেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনু মণ্ডল জানান, উত্তরাঞ্চলে কালিবাড়ী হাট চামড়ার জন্য বিখ্যাত। দীর্ঘ বছর ধরে ঐহিত্যবাহী এ হাটে সপ্তাহের প্রতি বুধ ও শনিবার কাক ডাকা ভোরে চামড়ার হাট বসে, চলে দুপুর পর্যন্ত। প্রতি বছর কোরবানির ঈদের পরের বুধবার হাটটিতে সরাসরি রাজধানী ঢাকার ট্যানারির মালিকসহ এ অঞ্চলের এজেন্ট, প্রতিনিধি, মহাজন, ফরিয়া ও মৌসুমী ক্রেতা-বিক্রেতাসহ সবস্তরের চামড়া ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়। বিরতিহীন কেনা-বেচা চলে বুধবার গভীর রাত পর্যন্ত।

কালিবাড়ী হাট ইজারাদারের প্রতিনিধি আহম্মেদ আলী জানান, চলতি বছর এক কোটি তের লাখ টাকায় ঐতিহ্যবাহী কালিবাড়ী হাট ইজারা গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আয়ান উদ্দিন। চলতি তিন বছর হলো চামড়ার ব্যবসায় মন্দাভাব। এ হাটে সর্বোচ্চ তিন কোটি টাকার চামড়া বিক্রির রেকর্ড আছে। এবার দেড় কোটি টাকার চামড়া বেচা-কেনা হবে বলে আশা করছি।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।