ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ফাইন্যান্সের কার্যক্রম শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
বাংলাদেশ ফাইন্যান্সের কার্যক্রম শুরু

ঢাকা: নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের নাম পরিবর্তন হয়েছে। দেশের প্রাচীন এই আর্থিক প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফাইন্যান্স নামে কার্যক্রম শুরু করেছে।

এর আগে ৪ এপ্রিল নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

নতুন নামে কার্যক্রম শুরু উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ‘বাংলাদেশ ফাইন্যান্স’ রূপে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন, আনোয়ার গ্রুপ এবং বাংলাদেশ ফাইন্যান্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের, ১৯৯৯ সালে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।