ঢাকা: দ্রুত বিকাশমান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) দানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর প্রথম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’ ব্র্যান্ড নামে দেশব্যাপী এমএফএস সেবা দিয়ে যাচ্ছে।
ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য মোহম্মদ শওকত জামিল, বশির আহমেদ, এটিএম তাহমিদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আশরাফ বিন তাজ এবং ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার।
দেশজুড়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিতে ইউসিবি জুলাই ৩০, ২০২০ সালে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি গঠন করে। মার্চ ১৭, ২০২১ সালে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসই/এসআইএস