ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইএফডি মেশিনের সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
ইএফডি মেশিনের সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত

ঢাকা: ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে দোকান থেকে কেনাকাটায় ক্রেতাদের ভ্যাট দিতে উৎসাহিত করতে পুরস্কারের সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় সেগুনবাগিচায় রাজস্ব বোর্ড ভবনের সভাকক্ষে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের ইস্যুকৃত চালানের ওপর এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারিতে মোট ১০১টি পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার হবে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)।

এভাবে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১টি পুরস্কার রয়েছে। এ লটারি থেকে পাওয়া পুরস্কারের টাকা সম্পূর্ণ আয়করমুক্ত বলে জানা গেছে। লটারির ফলাফল এনবিআরের ওয়েবসাইট www.nbr.gov.bd-এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।