ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন সলীম উল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন সলীম উল্লাহ

ঢাকা: অর্থবিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি বর্তমান সচিব মো. আসাদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে সংযুক্ত করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

চলতি মাসেই (আগস্ট' ২০২১) অবসর উত্তর ছুটিতে যাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের বর্তমান সচিব মো. আসাদুল ইসলাম। নতুন পদোন্নতি প্রাপ্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ তার স্থলাভিষিক্ত হবেন ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এমআইএইচ/এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।