ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
বাজারে এলো বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ

ঢাকা: নিজেদের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ সল্যুশনকে এবার আরও বিলাসবহুল এক রূপে বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।  

ট্রেন্ডিং আইশ্যাডো থেকে অনুপ্রাণিত হয়ে বার্জার নিয়ে এসেছে অভিনব লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, যা ব্যবহারকারীদের দেয়ালকে দেবে মেটালিক ও গ্লসি ইফেক্ট।

 

চোখের মেকওভারকে ঘিরে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ থেকে উৎসাহিত হয়েই বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ সল্যুশনকে একটি দুর্দান্ত রূপে উপস্থাপন করেছে, যাতে গ্রাহকরা এবার তাদের ঘরের দেয়ালেই ঝলমলে মেকআপের সৌন্দর্য ও গ্ল্যামারকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারেন।  

বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ বাড়ির অভ্যন্তরীণ দেয়ালে প্রয়োগের জন্য শ্রেষ্ঠ মানের ওয়াটার-বেজড মেটালিক ফিনিশ কোটিং। এর চকচকে গ্লিটার উপাদানের সঙ্গে সিল্কের নজরকাড়া আবেদনের সংমিশ্রণ একদিকে যেমন আপনার নান্দনিক রুচিকে প্রতিফলিত করবে, সেইসঙ্গে আপনার বাড়ির নিজস্ব একটি স্টাইল স্টেটমেন্ট তৈরি করতেও সহায়তা করবে।

বাজারে এ জাতীয় সব পণ্যের মধ্যে বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ একেবারেই অনন্য, প্রিমিয়াম ও এর স্বকীয়তার কারণে আলাদা করে চোখে পড়ার মতো। এর অসংখ্য বৈশিষ্ট্য ও সুবিধার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ পেইন্টের ক্ষেত্রে মেটালিক ফিনিশসহ বিশেষ গুণগতমান, শতকরা ৯৯.৯ শতাংশ মাইক্রোবিয়াল রিডাকশনসহ স্বাস্থ্য সুরক্ষা প্রলেপ, দীর্ঘস্থায়ীত্ব, বিশুদ্ধ এক্রেলিক পলিমারসহ পানি নির্ভর পেইন্ট, বায়ুবাহিত ধূলোময়লা ও তেল নিরোধ সক্ষমতা, অ্যালকালাই ও এফ্লুরোসেন্স প্রতিরোধ ক্ষমতা, সাবস্ট্রেট পেনেট্রেশন ও টপকোড অ্যাডহেশন।

বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশের এমন অনন্য সব বৈশিষ্ট্যের সংযোজন ব্যবহারকারীদের জীবনে নিয়ে আসবে স্বাচ্ছন্দ্য। কারণ এর ফলে তারা খুব সহজেই দেয়াল থেকে সব ধরনের দাগ পরিষ্কার করতে পারবেন। এটি দেয়ালের উজ্জ্বল দীপ্তিময়তাকে বছরের পর বছর অটুট রাখতে সাহায্য করে। এর উচ্চ স্ক্রাব-রেজিস্টেন্স প্রপার্টির কারণে বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ ব্যবহৃত দেয়ালগুলো পানি বা সাবান পানির মিশ্রণ দিয়ে ধুয়ে ফেলা যায়, যা গ্রাহকদের দেয়ালের চকচকে ধাতব রূপটিকে একটি লম্বা সময়ের জন্য উপভোগ করার স্বাধীনতা দেয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।