ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘উপায়’ অ্যাপ ব্যবহারে রবি গ্রাহকদের ইন্টারনেট চার্জ নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
‘উপায়’ অ্যাপ ব্যবহারে রবি গ্রাহকদের ইন্টারনেট চার্জ নেই

ঢাকা: দ্রুত বর্ধনশীল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ ব্যবহারকারী গ্রাহকদের কোনো মোবাইল চার্জ ছাড়াই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ করে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।

রবি এবং এয়ারটেল গ্রাহকরা উপায়ে নিবন্ধন করে ১ জিবি ইন্টারনেট বোনাস এবং ৪৫০ টাকা পর্যন্ত নগদ পুরস্কার উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান উপায় এবং রবি একটি চুক্তি সই করে। উপায়ের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও সাইদুল এইচ খন্দকার এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

রবি’র চিফ কমার্শিয়ার অফিসার শিহাব আহমেদ বলেন, দেশব্যাপী ডিজিটাল জীবনযাত্রার রূপান্তরে উচ্চ গতির মোবাইল ডাটা নেটওয়ার্ক স্থাপন থেকে শুরু করে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা নিয়ে আসার ক্ষেত্রে রবি অগ্রগণী ভূমিকা রেখেছে। উপায়ের সাথে এ চুক্তির মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ এর মাধ্যমে রবি-এয়ারটেল গ্রাহকদের বহুমুখী ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ আরও প্রসারিত হবে।

চুক্তি অনুষ্ঠানে উপায়’র অপারেটিং কোম্পানি, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য—এটিএম তাহমিদুজ্জামান, চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকী, চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান, চিফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন অফিসার মাহবুবুর রহমান জেসান; রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অপারেশনস অ্যান্ড এমএফএস) মো. শওকত কাদের চৌধুরী ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং) মো. মাহবুবুল আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।