ঢাকা: ২৩টি ই-কমার্স প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বাণিজ্য মন্ত্রণালয়ে ১ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে তিন গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে বিএফআইইউ ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের নীতি নির্ধারকদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রিয়শপ.কম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আশিকুল আলম খান, বাংলাদেশ ডিল ও প্রধান নির্বাহী ফারজানা কবির ইশিতা, ফিদা মাহমুদ আশফাক, ইনফিনিটি মার্কেটিং ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,
স্বাধীনডটকম ও পরিচালক শাদমান ওয়াই, শামীরা, ডেডরিক ভ্যান ওম্মেরেন, আকাশনীল ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুজ্জামান রনি, গেজেটমার্ট.কম ও মালিক হারুন অর রশিদ, শেরেস্ত.কম ও সিইও খান ইমরান রাসেল, পরিচালক শামীম রেজা, ইরফান হোসাইন, জুনাইদ হোসাইন, রাহাত হোসাইন, শেখ আহমেদ, ওয়ালমার্ট ও প্রতিষ্ঠানটির এমডি শেখ ফরিদ আহম্মদ, আলীফ ওয়াল্ড ও প্রতিষ্ঠানটির এমডি রাশেদুল ইসলাম রেয়ন, পরিচালক মিজানুর রহমান, সাজ্জাদ ও সাইফ, অ্যামস বিডি ও প্রতিষ্ঠানটির এমডি আশেকুল আলম তানজিল, চেয়ারম্যান কায়সার হাবিব, পরিচালক আবদুর রউফ বারেক, আহনাফ তাহমিদ নাহিয়ান, মো. কামরুজ্জামান, অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আলী রিমন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, পরিচালক মো. ফিরোজ আলম, ব্রাইট হ্যাশ ও মালিক মো. ছালেকিন, দারাজ বাংলাদেশ ও প্রতিষ্ঠানটির মাদার কোম্পানি আলীবাবা, আস্থারপ্রতীক ও মালিক রুশো তালুকদার, টিকটিক, শপআপইলোন, বাড়িদোকান.কম, ই-শপইন্ডিয়া, বিডিলাইক, সানটিউন, চলন্তিকা এবং সুপম প্রডাক্ট ও নিউনাভানার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এসই