ঢাকা: বাংলাদেশে বিশ্ববিখ্যাত জার্মান স্পোর্টসওয়ার ব্র্যান্ড পুমার ৩য় ফ্লাগশিপ আউটলেটের যাত্রা শুরু হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল টু-তে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে গ্লোবাল এই ব্র্যান্ডটি।
বাংলাদেশে পুমার এক্সক্লুসিভ ফ্র্যাঞ্চাইজ পার্টনার ডিবিএল গ্রুপের হাত ধরে লঞ্চ করা হয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নতুন আউটলেটটি।
এর আগে ২০১৯ সালে ঢাকার বনানী ১১ নম্বর রোডে ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেছিল, পরে ধানমন্ডি ২৭- এর আউটলেট চালু করে গ্লোবাল এই ব্র্যান্ডটি।
৭০ বছর ধরে জার্মান ব্র্যান্ড পুমা, বিশ্বের ১২০টি দেশে স্পোর্টস লাইফস্টাইলের পণ্য বাজারজাত করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। বিশ্বের অন্যান্য ফ্লাগশিপ আউটলেটগুলোতে পুমার যেসব পণ্য পাওয়া যায়, সেই একই পণ্যগুলো এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে পুমার নতুন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আউটলেটসহ বনানী ও ধানমন্ডি ২৭-এর আউটলেটগুলোতে।
নতুন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এই নতুন আউটলেটে স্পোর্টস স্টাইল, রানিং, ট্রেনিং ও ফিটনেস লাইনআপের অধীনে থাকা পুমার সব পণ্যই পাওয়া যাবে।
এর মধ্যে আছে নানা রকম জুতা, টি-শার্ট, পোলো শার্ট, ব্যাক প্যাক, ট্রাভেল ব্যাগ, হাত ব্যাগ, জ্যাকেট, ক্যাপ, স্পোর্টস ব্যাগ, রানিং শু, ওয়াকিং শু ইত্যাদি।
বনানী ও ধানমন্ডি ২৭ আউটলেটে বাংলাদেশের মানুষের বিপুল আগ্রহ ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আউটলেট চালু করা হয়েছে বলে ডিবিএল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঢাকায় আরো নতুন আউটলেটসহ দেশের বিভিন্ন স্থানে পুমার নিজস্ব আউটলেট লঞ্চের পরিকল্পনা নিয়েও কাজ করছে ডিবিএল গ্রুপ।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান, আবদুল ওয়াহেদ; ব্যবস্থাপনা পরিচালক, এম এ জব্বার; ভাইস চেয়ারম্যান, এম এ রহিম; উপ -ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, এম এ কাদের এবং ডিবিএল গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এএটি